জাদু শিখুন – মুদ্রা অধিক করার জাদু

জাদু শিখুন - মুদ্রা অধিক করার জাদু

জাদু শিখুন – মুদ্রা অধিক করার জাদু

জাদু শিখুন সহজ কিছু ট্রিক যা আপনার পরিবার ও বন্ধুবান্ধবের চোখে আপনাকে বানাবে জাদুকর আর পরিবেশটিকে করে তুলবে আনন্দময়। এবার জেনে নিন ট্রিকটিঃ

যা দেখা যায়ঃ

জাদুর শুরুতে একজন দর্শক প্লেটে রাখা মুদ্রাগুলো গুণে নিবেন।

অতঃপর মুদ্রাগুলো আবার প্লেটে রেখে দেয়া হবে।

জাদুকর কিছু মন্ত্র পড়বেন এবং পরবর্তীতে দর্শকের হাতে যখন মুদ্রাগুলো আবার ঢালা হবে তখন দেখবেন মুদ্রা আগের চেয়ে বেশি আছে।

কিন্তু কিভাবে এই অতিরিক্ত মুদ্রাগুলো প্লেটে আসলো?

চলুন জেনে নেই এর সহজ উপায়টি।

উপকরণঃ

একটি প্লেট

দুই টুকরো শক্ত কার্টুন বোর্ড

মুদ্রা

কি ভাবে করবেঃ

প্রথমে শক্ত বোর্ডটিকে দুইটি টুকরো করে কেটে নিতে হবে।

এখানে টুকরোগুলো আয়তক্ষেত্র আকারের হতে হবে।

দ্বিতীয় টুকরোর সামনের দিকে লম্বা ফাঁকা কাটা থাকবে যার মধ্যে দিয়ে মাঝারি আকারের মুদ্রা ঢুকানো সম্ভব হবে।

এবার আঠা অথবা টেপ দিয়ে বোর্ডটিকে প্লেটের পিছনের দিকে এমনভাবে লাগিয়ে দিতে হবে যেন বোর্ডটি প্লেটের শেষের দিকে খোলা অবস্থায় থাকে।

এবার বাকি বোর্ডের টুকরোটিও আগেরটির উপর আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।

যেন মুদ্রা রাখার গোপন একটি জায়গা তৈরি হয়ে যায়। এখন সাবধানে-এর ভিতরে কিছু মুদ্রা ঢুকিয়ে রাখতে হবে।

এবার দর্শকের হাতে প্লেটের মুদ্রা ঢালার আগে খেয়াল রাখতে হবে যেন বোর্ড দিয়ে বানানো গোপন অংশটির খোলা মুখও যেন সেদিকে থাকে। তবে মুদ্রা ঢালার সময় বাড়তি মুদ্রাগুলোও ভিতর থেকে বের হয়ে আসবে। এবং দেখা যাবে মুদ্রার সংখ্যা আগের চেয়ে অধিক।

more magic click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 2 =

%d bloggers like this: